আজ (২৯) ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে নবর্নিমিত ভূল্লী থানা উদ্বোধন অনুষ্ঠানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো ঠাকুরগাঁও ভূল্লী থানা উদ্বোধনের মধ্য দিয়ে।
আজ থেকে থানার কাজ বাস্তবায়নে এলাকার মানুষ আরো নিরাপত্তা পাবে। এছাড়া পাশের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা পোর্ট খোলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত খোলার ব্যবস্থা করা হবে। সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও ভারতের সাথে কথা বলে হবে তা বন্ধে উদ্যোগ নেয়া হবে।
তিনি আরো বলেন বিএনপি আন্দোলনের নামে অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।।
৫টি ইউনিয়ন নিয়ে ভূল্লী থানা গঠিত হলো, বালিয়া , বড়গাঁও, দেবীপুর, আউলিয়ার পুর, শুখানপুখুরী।
এসময় ঠাকুরগাঁও এক আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রংপুর রেঞ্জের ডিইজি আব্দুল আলিম মাহমুদ, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অনেকে।
পরে তিনি ভূল্লী কামার পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় আ’লীগের জনসভায় যোগ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।