প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদ পূর্ণমিলন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলজার হোসেন ভূঁইয়া।
২০ মে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলজার হোসেন ভূঁইয়া ঈদ উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং দলীয় নেতা নেতাকর্মীদের খুঁজ খবর নেন।
এ সময় এডঃ গোলজার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়াড বিএনপির সভাপতি
জিয়াদুলহক , ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারা মিয়া, বিএনপি নেতা একরামুল হক,
৫নং যুবদল নেতা মোক্তার হোসেন,
৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদল নেতা সালাউদ্দিন লাভলুসহ দলীয় নেতাকর্মী বিন্দু।
এ সময় এডঃ গোলজার হোসেন ভূঁইয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা জনগণের স্বার্থে কাজ করছে। জনগণের অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাবে।
আমার সবাই আজকে ঈদের পূর্ণমিলনীতে একত্রিত হয়েছি। এবং একত্রিত থেকেই জনগণের অধিকার আদায় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় আসবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।