জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দৌলতপুর বিজে এ,ভবন চত্বরে গতরাতে দৌলতপুর বিভিন্ন ওয়ার্ডে বনজ ফসল ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ এর পরিচালনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, থানা আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শেখ দাউদ হায়দার। আব্দুল আজিজ ,হাসান ,আব্দুর রউফ মিনা শাহাদাত হোসেন, সাংবাদিক রুহুল আমিন ও সাংবাদিক মিজানুর রহমান ,জিহাদ, তরুণ আওয়ামী লীগ নেতা ইমন খান। রাজু ,ইমন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।