নজরুল ইসলাম নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের পুত্র মোঃ আবদুল্লাহ (২২) সোমবার সন্ধ্যায় বজ্রপাতে নিহত হয়েছে। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে তার উপর বজ্রপাত হয়।

এতে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজগাতী ইউপি চেয়ারম্যান মো. রুকন উদ্দিন উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।