নিজের অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করেন মিথিলা!

ছবি: ইনস্টাগ্রাম

কালো পোশাকে উষ্ণতামাখা পোজে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছবি পোস্ট করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। শুয়ে উন্মুক্ত কাঁধ পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এর আগেও বহুবার সাহসী ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ছবিতে রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’ বিনা মেকআপে অভিনেত্রীর আরও লাস্যময়ী রূপ প্রকাশিত হচ্ছে। সাহসী ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন সৃজিতের স্ত্রী। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন।
এর আগে সাহসী ছবি পোস্ট করে নেটিজেনের ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। সাইবার বুলিং নিয়ে দিন কয়েক আগেই সরব হয়েছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। বুলিংয়ের মুখে পড়ে সম্প্রতি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে বন্ধ করে দিয়েছেন তিনি।