শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি: নগরকান্দা পৌরসভার চৌমুখা হরিসভা রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ২৯ (ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার শ্রীমদ্ভগবত পাঠ ,২৪ প্রহর ব্যাপী মহানাম ও অষ্ঠকালীন লীলা কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আমি হতে আমার নাম বড় ,আমার নাম হতে আমার ভক্ত বড়। এই বানী সামনে রেখে অনুষ্ঠানটি শুরুতে প্রখ্যাত ভাগবত পাঠক বিল্ল মঙ্গল দেবনাথ,সমীর চক্রবর্তী,স্বপন গোষামী,রাম প্রসাদ দাস, বিষ্ণুপদ ঘোষাল ভাগবতীয় কথা অমৃত সুধা আলোচনা করেন।
এই মহা নামে অংশগ্রহণ করেন কানু গোপাল সম্প্রদায়,প্রভু নিতাই সম্প্রদায়,শ্রী নন্দন সম্প্রদায়, নবদ্বীপ সম্প্রদায়, আনন্দময়ী সম্প্রদায়, কৃষ্ণ ভক্ত সুধামা সম্প্রদায়।
শেষের দিনে রুনা দাস , দিলীপ বিশ্বাস, দ্রৌপদী সরকারের অষ্ঠকালীন লীলা কীর্তনের তত্ত্বালোচনায় সন্ধ্যায় দূর দূরান্ত থেকে ছুটে আশা ভক্ত অনুরাগীরা। এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। এ কে অপরের সাথে জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি দেন। লুটিয়ে পড়েন মাটিতে এ সময় উপস্থিত ভক্তবৃন্দ ও কমিটির কাছে থেকে জানা যায়,গত বছরের তুলনায় এবার উপস্থিতি অনেক বেশি। প্রসাদের ব্যবস্থা রয়েছে, সার্বিক পরিবেশ অনেক ভালো।
এ সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর আলম বাবলু, সনাতন মৈত্রী সংঘের নগরকান্দা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অনন্যতম সদস্য রনদা প্রসাদ সরকার, সভাপতি রতন কুমার বাড়ই, সহ সভাপতি বিজয় কৃষ্ণ দাস ভোলা ,সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক অরুপ কুমার শীল ,সুজিত বিশ্বাস, ,সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।