ফুলছড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
কেএম জহুরুল হক (জনি)ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মোনাজাতে উপস্থিত ছিলেন, ফুলছড়ি-সাঘাটা আসনের বিএনপি’র নমিনি ফারুক আলম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক সাদিকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, উদাখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ হামিদুল ইসলাম, সদস্য সচিব শহীদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আহসান হাবীব, সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ সরকার, বিএনপি নেতা খলিল মিয়া, ইয়াছিন আলী, ছাত্রদল নেতা রায়হান সরকার সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান বাবলু। পরে নেতাকর্মীরা একইস্থানে ইফতার মাহফিলে অংশগ্রহন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।