বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে ধর্মঘট শুরু হয়। ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুরের সঙ্গে ঝালকাঠির বাস চলাচল বন্ধ রয়েছে।
বাহাদুর চৌধুরী জানান, সোমবার (২২ মার্চ) রাতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।
আকস্মিক ধর্মঘটে ঝালকাঠি থেকে বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিকল্প যানে তাদের যাতায়ত করতে হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।