মামুনুর রশীদ মামুন ,কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: কু‌ড়িগ্রা‌মের সদর উপ‌জেলার যাত্রাপুর ইউ‌নিয়‌নে ব্রহ্মপুত্র ন‌দে জে‌লের ব‌ড়শিতে বিশালাকার এক বোয়াল মাছ ধরা প‌ড়েছে। বৃহস্প‌তিবার (২৯ জুলাই) বিকা‌লে যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র ন‌দে র‌ফিকুল ইসলাম না‌মে এক জেলের ব‌ড়‌শি‌তে ১৫ কে‌জি ওজ‌নের ওই বোয়াল মাছ‌টি ধরা প‌ড়ে। প‌রে তার কাছ থে‌কে বোয়াল‌টি কি‌নে নি‌য়ে কু‌ড়িগ্রাম শহ‌রের পৌর বাজারে বি‌ক্রি কর‌তে নি‌য়ে আ‌সেন মাইদুল ইসলাম না‌মে অপর এক জে‌লে। রাত ৯ টা পর্যন্ত ক্রেতারা মাছ‌টি দরদাম কর‌লেও তখন পর্যন্ত বি‌ক্রি হয়‌নি। অ‌নে‌কে মাছ‌টি দেখ‌তে এ‌সে নি‌জে‌দের মোবাইল ফো‌নে ছ‌বি তুল‌তে নেন। পৌর বাজা‌রে বোয়াল মাছটি বি‌ক্রি কর‌তে আসা ‌জে‌লে মাইদুল জানান, মা‌ঠের পার এলাকার বা‌সিন্দা র‌ফিকুল ইসলা‌মের ব‌ড়‌শিতে ১৫ কে‌জির বোয়াল‌টি ধরা প‌ড়ে। গতকালও (বুধবার) তার (র‌ফিকু‌লের) ব‌ড়‌শিতে ২২ কে‌জি ওজ‌নের এক‌টি বোয়াল ধরা প‌ড়ে‌ছিল। দুধকুমার ও ব্রহ্মপুত্র ন‌দে প্রায়ই এমন বড় আকৃ‌তির বোয়াল ও বাঘাইড় ধরা প‌ড়ে। যাত্রাপুরের বা‌সিন্দা জে‌লে মাইদুল আরও জানান, ১৫ কে‌জি ওজ‌নের বোয়াল‌টি তি‌নি প্রতি কে‌জি ১ হাজার ২শ’ টাকা দাম চা‌চ্ছেন। সে হি‌সে‌বে তিনি মাছ‌টির মূল‌্য ধরেছেন ১৮ হাজার টাকা।