মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার খােকসা গ্রামের শেখপাড়ায় মাইক্রােবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা ঘটেছে। এসময় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ অন্তত ৭জন। নিহত নারী মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কােমরপুর গ্রামের। সােমবার রাত দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,কােমরপুর গ্রামের একই পরিবারের লােকজন ক্যান্সার আক্রান্ত এক রোগীকে রাজশাহীতে চিকিৎসা নেয়া শেষে একটি মাইক্রােবাসযােগে গাঁড়াডােব-আমঝুপি সড়ক হয়ে খােকসা গ্রামের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল। মাইক্রােবাসটি খােকসা শেখপাড়ায় পৌঁছালে,সড়ক সংস্কারের কাঁদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ক্যান্সার আক্রান্ত এক নারী ও ২ শিশুসহ ৭জন আহত হয়। আহতদের চিৎকারে আশেপাশের লােকজন এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘােষণা করেন। নিহত ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।