আগামী ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে নরেন্দ্রপুর,কচুয়া ও রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জরুরী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রউফ মোড়লের সভাপতিত্বে ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের ব্যবস্থাপনায় গতকাল (সোমবার) বিকেলে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুর কবির বিজু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু, প্রচার সম্পাদক ও কাউন্সিলর জাহিদ হাসান মিলন,শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মুকুল,সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান কবীর শিপলুসহ নরেন্দ্রপুর, কচুয়া ও রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।