বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক থেকে মহাসড়কে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না চালক সাইফুল ইসলাম (২৮)। এসময় অপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচালক সাইফুল ইসলাম শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চালক সাইফুল ইসলাম ট্রাকে মাটি নিয়ে শাজাহানপুরের মাঝিড়া থেকে বেপরোয়া গতিতে বনানীর দিকে যাচ্ছিলেন।
রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান।
এ সময় তিনি ট্রাক থেকে মহাসড়কে লাফিয়ে পড়লে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মাটিবাহী ট্রাকচালক সাইফুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাক দুটি মহাসড়ক থেকে নিচে নেমে যায়। এতে ঘাতক ট্রাকচালক আহত হন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ট্রাক দুটি জব্দ ও আহত অপর ট্রাকের চালককে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে একজন মারা গেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।