সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসলেও এখন চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত জান্নাতুল ফেরদৌস ঐশী। এরই মধ্যে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল ’ নামে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। এদিকে এই চিত্রনায়িকার আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- ‘নূর’ ও ‘আদম’।
চলতি বছরেরই সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ প্রসঙ্গে ঐশী বলেন, আমি এখনো অভিনয়ে নবীন। প্রতিনিয়তই শিখছি। আমার অভিনীত প্রথম দুটি সিনেমা কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকেও এগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছি। যার কারণে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
আশা করছি মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে। এদিকে গত ঈদের পর থেকে এখনো শুটিং ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। এ সময়টায় পড়ালেখার দিকে বেশি সময় ব্যয় করছেন তিনি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন করছেন এই নবীন চিত্রনায়িকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।