বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির হিলি ক্যাম্পের সুবেদার মোখলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে মিষ্টির পাঁচটি প্যাকেট তুলে দেন।
সুবেদার মোখলেছুর রহমান বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।