গাজীপুরে পুলিশের এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মীরাক্কেল তারকা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) কাল সাড়ে ১০টায় এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল।
আরোও পড়ুন: খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্য মূল্যস্ফীতির বড় ঝুঁকিতে পৃথিবী
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ দুপুর ১টায় মেডিকেল বোর্ড বসবে। এরপর বিস্তারিত বলা যাবে। বিস্ফোরণের ঘটনায় রনি ছাড়াও আহত হয়েছেন পুলিশ সদস্য জিল্লুর রহমান।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) ডা. সামন্ত লাল সেন জানান, আবু হেনা রনির ২ হাত, কান ও মুখের কিছু অংশসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের দগ্ধ হয়েছে ১৯ শতাংশ। তাদের ২ জনেরই শ্বাসনালী সামান্য দগ্ধ হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।