আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার প্রাশাসনিক পদে রদবদল হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁদেরকে প্রদত্ত দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান-এর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার ড. আমানুর রহমানকে, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-পরিচালক (অডিট) শেখ জাকির হোসেনকে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. নওয়াব আলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁরা যথাক্রমে আতাউল হক, ছিদ্দিক উল্যা এবং এইচ. এম. আলী হাসান-এর স্থলাভিষিক্ত হলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।