![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/4377f028177cce76b2b2bd3ab5b6a6af.0-400x225.jpg)
এনামুল কবির সবুজ,স্টাফ রিপোর্টারঃ
কেশবপুরের মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে ও বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতীথি বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উফলক্ষে এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ পালের পরিচালনায় কেশবপুর শিশুসদনে এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, যুবলীগনেতা তৌহিদুজ্জামান তৌহিদ, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অচিন্ত সেন, সাধারণ সম্পাদক কুমার জ্যোতি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পলাশ কুমার সিংহ ও প্রভাষক কুন্তল বিশ্বাস |
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।