ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অদূরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে,

শনিবার সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জাওয়াদ। তারপর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে উড়িষ্যা উপকূল বরাবর সরে ৫ ডিসেম্বর অর্থাৎ রোববার দুপুর থেকে বিকাল নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে।

শনিবার সকাল থেকেই উপকূল এলাকাগুলিতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। সন্ধ্যার দিকে তা বেড়ে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে। ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে।

বাংলাদেশে আগামী রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ শনিবার (৩ ডিসেম্বর) সারাদেশে বৃষ্টি হতে পারে।