জামিয়া বাবুনগরে সাত দফা দাবী জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি –
ইসলাম বিদ্বেষী সেক্যুলার রাষ্ট্র ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে জামিয়া ইসলামিয়া বাবুনগরের মসজিদে মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে, মুফতি ইকবাল এবং মুফতি মুহাম্মাদের সঞ্চালনায়; এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা ড.হারুন আযিযী নদভী।
এসময় আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া বাবুনগরের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস মীর হুসাইন রামগড়ী, হাফিজ শোয়াইব, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা মাহমূদ শাহ ধর্মপুরী, মুফতি মুঈনুদ্দীন বাবুনগরী, মাওলানা ফরিদুল আলম সাতকানবী, মুফতি একরাম পাঠকনগরী, ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আকবর, কারী ওবাইদুল্লাহ সহ জামিয়ার আসাতেযায়ে কেরাম ও সর্বস্তরের ছাত্রবৃন্দ।
সভাপতির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ফ্রান্স আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী করে বিশ্বের মুসলিম উম্মাহর অন্তরে আঘাত দিয়েছে। এতে জামিয়া প্রধান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে আল্লামা হারুন আযিযী নদভী নিম্নোক্ত সাতটি দাবী রাখেন।
১. ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
২. ফ্রান্সের সব ধরণের পণ্য বর্জন করতে হবে।
৩. অপরাধীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
৪. ফ্রান্স সরকারকে বিশ্বের সকল মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৫. সারাবিশ্বে মুসলিম নিপীড়ন বন্ধ করতে হবে।
৬. বাংলাদেশ পার্লামেন্টে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকার প্রতি নিন্দা জানাতে হবে।
৭. আন্তর্জাতিক বিচার বিভাগে মানহানি মামলা করতে হবে।
আল্লামা বাবুনগরী তিনি দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন দল,মত নির্বিশেষে রাসুলের অবমাননাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, সকল পত্র-পত্রিকায় নিন্দা বিষয়ক প্রবন্ধ প্রকাশ করতে হবে এবং অবমাননাকারিদের বিরুদ্ধে আমাদের সকল কার্যক্রম সুন্নাহভিত্তিক হতে হবে।
সর্বশেষ জামিয়ার সহকারী পরিচালক আল্লামা আইয়ুব বাবুনগরীর মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।