বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। যে কারণে সম্প্রতি দেশে এবং দেশের বাইরে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কয়েক দিন আগেই লন্ডন থেকে চোখের ডাক্তার দেখিয়ে এসে বিপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। কিন্তু সেখানেও দেখা গেছে তার চোখের সমস্যা।
পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানেই ধরা পড়ে তার চোখের সমস্যা, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মূলত সাকিব আল হাসানের বাম চোখে রেটিনার সমস্যা ধরা পড়েছে। এ নিয়ে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘সাকিবের বাম চোখে সূক্ষ্ম সমস্যা রয়েছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর এবং একাধিক চোখের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি এক্সট্রাফোভাল সেন্ট্রাল রোগে ভুগছেন। যা বাম চোখের সেরাস কোরিওরেটিনোপ্যাথি।
সাকিবের চোখে সমস্যার বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে দেখছে বিসিবি। যা নিয়ে আরও পর্যালোচনা করে তার চিকৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি, যা পরবর্তী সময়ে আরও আপডেট আকারে জানাবে বিসিবি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।