নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র নির্দেশনায় আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে ঈদ সামগ্রিক বিতরণ । বুধবার সকালে উপজেলা রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী`র নিজ অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৪ শত ৪০ টি অসহায় , দরিদ্র য়কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মনির হোসেন মোল্লা , ৩ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি , বাদশা মেম্বার , ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামসুদ্দিন বেপারী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুলরফ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম , রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুবলীগ নেতা নবী হোসেন, আবু তাহের, জায়নাল হাজারী, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছন খান প্রমুখ ।