দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুড়লি রোড পাকা করার দাবিতে মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার পৌরসভা কার্যালয়ে মেয়রের কাছে ৮৯ নাগরিক স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বলা হয়, ১৯৯৪ সালের ম্যাপে রাস্তাটি ১৬ থেকে ১৮ ফুট প্রশস্ত ও দু’হাজার ফুট লম্বা ছিল। মুক্তিযুদ্ধের সময় ইটের সলিং করার পর এখনো পর্যন্ত এ সড়কের কোনো সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে কাদাপানির মধ্যে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ছে। বিপাকে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবীসহ এলাকার সব শ্রেণির মানুষ।
স্মারকলিপিতে এলাকাবাসীর দাবির মধ্যে রয়েছে, পাকা রাস্তা, ড্রেন ও ফুটপাত তৈরি, কালভার্ট নির্মাণ, লাইটিংয়ের ব্যবস্থা ও ডাস্টবিন স্থাপন। বর্তমানে অচল সড়কটি এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জানিয়ে, শিগগির রাস্তা পাকা করতে মেয়রের সুদৃষ্টি কামনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।