নিজস্ব প্রতিবেদকঃ এম মিরাজ হোসেন বহুমুখী প্রতিভার অধিকারী অসাধারণ একজন ব্যক্তিত্ব, একজন সাদা মনের মানুষ। প্রচারবিমুখ, সদালাপী এই মহতী মানুষটি ২০১৭সাল থেকে কেয়া কসমেটিকস লিমিটেডে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এ পরিচয়ের বাইরেও তিনি জাতিসংঘসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত এবং একজন লেখক ও সমাজসেবী।
তিনি তার দক্ষতার এবং বহুমুখী প্রতিভার ছাপ রেখে চলেছেন প্রতিটি ক্ষেত্রে মানবিক গুণাবলির মাধ্যমে। ১৯৭৮সালের ১লা জানুয়ারি রবিবার তিনি ঢাকার অদূরে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। পদ্মার জল মাটির স্পর্শে বেড়ে উঠা উদ্যমী এবং প্রখর মেধাসম্পন্ন এই মানুষটি বিসিআইসি কলেজ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরবর্তীতে বানিজ্য বিষয়ে উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটিতে। সফলতার সাথে স্নাতক শেষ করার পর তিনি ইংল্যান্ডের ওয়েলস ইউনিভার্সিটি থেকে বিবিএ প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেন। এখানেও তিনি তার মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে সফলতার সাথে বিবিএ শেষ করেন। ২০০৪সালে তিনি সিটি কলেজ অফ লন্ডন থেকে এমবিএ শেষ করেন।
যদিও তিনি লন্ডনে সারাজীবনের জন্য বসবাস করতে পারতেন কিন্তু দেশের প্রতি অগাধ ভালোবাসার কারণে তিনি মাতৃভূমির কোলে ফিরে আসেন। মা, মাটি ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ রেখেছেন প্রতিটি পদক্ষেপে, যা উজ্জ্বল পিদিম হয়ে এখনো দীপ্তিময়। ২০০৪সালে দেশে চলে আসার পর তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে MP sweaters limited এ যোগদান করেন। তার দূরদর্শী নির্দেশনা এবং দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর নিরবিচ্ছন্ন মুনাফা অর্জন করে। তিনি ২০১৫সালে কেয়া গ্রুপে কন্টোলার অফ অডিটর হিসেবে যোগদান করেন।
তিনি তার সততা এবং কাজের প্রতি একাগ্রতার মাধ্যমে খুব দ্রুত নিজেকে একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রমাণ করেন। যার ফলস্বরূপ ২০১৭সালে তিনি কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালক পদে পদন্নোতি পান। তিনি কোম্পানির ব্যবসা ও বিপণন কৌশলগুলোর বিকাশ ও সম্পাদন, স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সহ কোম্পানির মুনাফা অর্জনের কৌশলগুলো সফলভাবে বাস্তবায়ন করেন।
তার পেশাগত দক্ষতার মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেড বিগত ৫ বছর ধরে রেকর্ড ব্রেকিং সাফল্য অর্জন করেছে এবং এ ধারা অব্যাহত রয়েছে। পেশাগত ব্যাপক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি জাতিসংঘ সহ বেশকিছু দেশি ও বিদেশি সংস্থার সাথে যুক্ত আছেন। তিনি কানাডস্থ জাতিসংঘের প্রজেক্টে সহকারি পরিচালক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি বাংলাদেশের জাতিসংঘের Youth vision প্রজেক্টের সাথে যুক্ত আছেন।
এর পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে বেশ কিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এম মিরাজ হোসেন তার সামাজিক ও রাষ্ট্রীয় অবদানের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইউনিভার্সিটি অফ ওয়েলস তাকে বর্ষ সেরা মেধাবি ছাত্রের খেতাব প্রদান করে। এছাড়াও ২০০৮সালে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় তাকে CIP ( Corporate important person) ঘোষণা করে। এখানে উল্লেখ্য যে, সে সময়ে সর্বকনিষ্ঠ CIP হওয়ার মর্যাদা একমাত্র তিনিই লাভ করেন। ২০২১ সালে জাতিসংঘ বাংলাদেশের সহযোগী সংস্থা Youth vision তারুণ্যের উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে পদক প্রদান করেন। এছাড়াও অন্যান্য দেশি বিদেশি সংস্থার কাছ থেকে পেয়েছেন বিভিন্ন পদক এবং সন্মাননা। যা তাকে চলার পথের প্রেরণা হয়ে এগিয়ে নিয়ে যায় আরো একধাপ।
এম মিরাজ হোসেন অনেক বছর ধরেই বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন রিলিফ প্রোগ্রাম, অসহায়, দরিদ্র এবং এতিম শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণ কার্যক্রম সহ আরো অনেক সামাজিক কাজে নিজেকে প্রত্যক্ষভাবে যুক্ত রেখেছেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে তিনি সক্রিয় আছেন। তিনি অস্বচ্ছল বন্ধুদের আর্থিক ও জীবিকানির্বাহের সুব্যবস্হা করে দিয়েছেন একের পর এক। এম মিরাজ হোসেন সাহিত্যের প্রতি বেশ অনুরক্ত। সাহিত্যের প্রতি এ ভালোবাসা থেকে তিনি রচনা করেছেন কবিতা, গান, উপন্যাস এবং ছোট গল্প। তার লেখক প্রতিভার পাশাপাশি আরও একটি গুণ হচ্ছে তিনি খুব ভালো গান করেন। বাংলাদেশের কিছু কালজয়ী গান যেমন আমি একা বড় একা, বলছি তোমায় কানে কানে, আবার এলো যে সন্ধ্যা সহ অর্ধ ডজন গান তিনি গেয়েছেন নতুন করে।
যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে এবং দর্শকের ভূয়সি প্রশংসা অর্জন করেছে। গানের পাশাপাশি তিনি প্রযোজনা করেছেন শর্টফিল্ম। ২০২০সালে প্রচারিত হয় তার প্রযোজিত প্রথম শর্টফিল্ম “রিশাদ ও কানের দুল”। তিনি এই শর্টফিল্মের কাহিনীকার ও চিত্রনাট্যকারও বটে। সর্বশেষ এ বছরের জুন মাসে প্রচারিত হয় তার প্রযোজিত ২য় শর্টফিল্ম “ওয়েডিং স্টোরি”। অবসর সময়ে তিনি বই পড়েন এবং একটু সুযোগ পেলেই ঘুরে আসেন দেশ- বিদেশ থেকে। তার মতে বই পড়া আর ভ্রমণ তাকে কাজের প্রতি উদ্দিপ্ত করে তুলতে সহায়তা করে।
পরিশেষে বলা যায় বহুগুণে গুণান্বিত এই সাদা মনের মানুষটি কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি অর্জন করেছে মানুষের অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। যা তার চলার পথের পাথেয় হয়ে এগিয়ে নিয়ে যাবে মানবতার স্বর্ণ শিখরে, এমনটাই আশাবাদী তার বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীগণের।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।