বিরামপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক:-
নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
আটকৃত আসামী হলেন-বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র ফরিদুল ইসলাম (৪০)।
(১২ মার্চ) শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামে অভিযান চালালে এসময় মাদকদ্রব্য ৬০(ষাট) পিস ইয়াবা ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়। আসামী তার নিজ বাড়িতে বেশ কিছুদিন যাবত ব্যবসা করে আসছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান-আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-১৮। শুক্রবার সকালে আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।