রাজশাহী নগরীতে স্কুলে যাওয়ার পর থেকে গত তিনদিন ধরে চারজন স্কুলছাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর তারা আর বাড়ি ফিরেনি।
নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রী নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের সবার বাড়ি নগরীর টুলটুলি পাড়া এলাকায় বলে জানা গেছে।
ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এদিকে থানায় জিডির পর থেকেই ভুক্তভোগী ছাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তাদেরকে দ্রুত উদ্ধারের আশাবাদও ব্যক্ত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। জানা যায়, নিখোঁজ চার ছাত্রীর মধ্যে একজন পঞ্চম, দুইজন সপ্তম ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,‘আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুত ভুক্তভোগী ছাত্রীদের উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।