জুন মাসের তুলনায় জুলাই মাসে ইউক্রেনের খাদ্যশস্য, তেল বীজ, ভোজ্য তেল রপ্তানি বেড়েছে ২২.৭ শতাংশ। জুলাই মাসে ২.৬৬ মিলিয়ন টন রপ্তানি করেছে ইউক্রেন। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গম ও বার্লি রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন আজ
মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ৪ লাখ ১২ হাজার টন গম, ১ লাখ ৮৩ হাজার টন বার্লি এবং ১.১ মিলিয়ন টন ভুট্টা এবং ৩ লাখ ৬২ হাজার ১০০ টন সূর্যমুখী বীজ রপ্তানি করা হয়েছে। সম্প্রতি তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন।
তারপর থেকেই ইউক্রেনের বন্দর ছেড়ে যাচ্ছে একের পর এক খাদ্যশস্য বোঝাই জাহাজ। চার মাসের এই চুক্তির মেয়াদ দুই পক্ষের সম্মতিতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।