জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ে অলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ আগস্ট শনিবার বিকাল ০৪ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোফাজ্জেল হোসেন মল্লিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
প্রধান অতিথি এ্যাড সুজিত অধিকারি তার বক্তৃতায় ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ক্ষণজন্মা বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনে ১৩ বছরই অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন। তিনি বাংলার মাটি ও মানুষকে অসম্ভব ভাল বাসতেন এবং মানুষের মনের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন। বঙ্গবন্ধু দেশ এবং মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে সকলের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিš‘ একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে। তিনি আরো বলেন, ‘যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এম
এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ ছিলেন খুলনা জেলা আওয়ামেী লীগের সহ সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাপক নিমাই চন্দ্র রায়, মোঃ রফিকুর রহমান রিপন, সাংগাঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অমিয় অধিকারী, আজগর বিশ্বাস তারা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সাধারন সম্পাদক শাহনেয়াজ হোসেন জোয়ার্দার। যুবলীগ নেতা এড. আশরাফুল আলম রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, কাজী আলমগরি হোসেন, হিমাংশু বিশ্বাস, রামপ্রসাদ জোর্য়াধসঢ়;দ্দার, নারায়ন মল্লিক, আদিত্য মন্ডল, প্রতাপ রায়, এইচ এম ওবাদুল্লাহ, আসফার হোসেন, হুমায়ুন কবির, হিরন শিকদার, খালিদ হোসেন, আফরোজা খানম মিতা, কাজী এমদাদুল হক, রেজাউল করিম রেজা, কামরুল ইসলাম, মইনুল ইসলাম মইন, হিরন শিকদার, মাহবুর রহমান, খালিদ হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।