জর্ডানের রাজধানী আম্মানে মঙ্গলবার চারতলা একটি আবাসিক ভবনধসে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। খবর আনাদোলুর।

আরোও পড়ুন: রানির মতো পোশাক পরায় থাইল্যান্ডে ২ বছরের কারাদণ্ড

নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ ভোগান্তিতে নগরবাসী

আম্মানের জাবাল আল-ইউবদেহ এলাকায় ওই ভবনধসের ঘটনা ঘটে বলে দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসনেহ এবং সরকারের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধ্বংস্তূপের নিচে আটকাপড়া মানুষের বের করে নিয়ে আসার জন্য সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। ভবনটি ক্যাফে, বার ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য সুপরিচিত ছিল।

জর্ডানের তথ্যমন্ত্রী ফয়সাল সোবুল বলেছেন, আমরা এখনো জানি না আর কতজন মানুষ ভবনে আটকা পড়ে আছেন।