যুক্তরাজ্য বিএনপি নেতা শামছুল আলম লিটনের ছোটভাই নুর আলম চৌধুরী পারভেজ (৬২) নামের এক জাসদ নেতাকে কারাগারে প্রেরণ করেছে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

নুর আলম চৌধুরী পারভেজ নোয়াখালী জেলা জাসদের (ইনু) সভাপতি এবং নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বছিরার দোকান এলাকার মৃত এ্যাডভোকেট বাদশা আলমের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, তার বড় ভাই শামসুল আলম চৌধুরী লিটন যুক্তরাজ্যে থেকে সরকার বিরোধী নানান ষড়যন্ত্রের সাথে জড়িত। এই ষড়যন্ত্রে ছোটভাই পারভেজের সম্পৃক্ততা আছে কিনা তার খতিয়ে দেখতে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে তাকে আটক করা হয়। পরবর্তীতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।