ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘মনপুরা’ এবং ‘ইনসেপশন’ চলচ্চিত্র প্রদর্শনী অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবার) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গণকে বিকশিত করতে এই আয়োজন করে সংগঠনটি। এতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’ ও শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’।

একই সাথে চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘সিনেমা ও ওয়েব সিরিজ রিভিউ প্রতিযোগিতা’য় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে সিনেমা ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন নওরীন জোয়ার্দার, উম্মে আশরাতুন তাজরিন ও আহসান আহমেদ।

এছাড়া ওয়েব সিরিজ ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন সোহানুর রহমান, শোভন মোহাম্মাদ নাহিদ ও সাদিয়া মাহমুদ মিম। এছাড়া উপস্থিত সকলকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে কলম উপহার দেওয়া হয়।

চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদের কার্যক্রম বন্ধ থকায় নতুন করে তা চালু করার উদ্যোগ নিয়েছি।

এরই অংশ হিসেবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গণকে পূর্ণরুপে বিকশিত করতে চলচ্চিত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করবে।