ভারতের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ভারতের ১৮৫ রানের জবাবে ৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলেছে বাংলাদেশ। লিটন দাস তুলে নিয়েছেন ফিফটি। এরপরই ম্যাচের রোমাঞ্চে বাধা দিয়েছে বৃষ্টি। ওই বৃষ্টি আপাতত ভারতকে লিটন দাসের ব্যাটিং তাণ্ডব থেকে রক্ষা করেছে। তবে শঙ্কাও ভর করেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের চোখে-মুখে।

আরোও পড়ুন:

ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অবস্থান

ক্রিকেটার আল আমিনের বিষয়ে প্রতিবেদন দাখিল ১ ডিসেম্বর

ফের দাম বাড়ল এলপি গ্যাসের

কারণ বৃষ্টি আইনে এখন পর্যন্ত ১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃষ্টি শেষ পর্যন্ত না থামলে বাংলাদেশ বৃষ্টি আইনে তাই ভারতের বিপক্ষে এই ম্যাচে জয় পাবে। যদিও আবহাওয়া পূর্বাভাসে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো অনুযায়ী, এখনও বৃষ্টি হচ্ছে এবং তীব্রতাও একেবারে কম নয়। ম্যাচ শুরু হতে তাই কিছুটা দেরিই হবে। তারা জানিয়েছে, পাঁচটার (বাংলাদেশ সময়) মধ্যে ম্যাচ শুরু না হলে ওভার কমতে শুরু করবে। সেক্ষেত্রে বাংলাদেশ লক্ষ্যও পাবে কম।