ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জেলহত্যা দিবস পালন করেছে শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া-মোনাজাতের আয়োজন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের দলীয় ট্যান্ট থেকে শোক র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম ও শাখা ছাত্রলীগকর্মী শাহীন আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ৩ নভেম্বর।
১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।