সিয়াম হোসেন: শাহরাস্তিতে দুই কেজি গাঁজ ‘সহ আবুল হাশেম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি থানাধীন রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর এম আর মহিলা মাদ্রাসার পাশে মুদাফ্ফরগঞ্জ-চিতোষী আঞ্চলিক সড়কে তল্লাশী করা দুই কেজি গাঁজা’সহ কুমিল্লা জেলার অশ্বথতলা গ্রামের আবুল কাশেম ছেলে আবুল হাশেম(৩৫) কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।