বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেন‘কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেন (৪০), পিতা-মোঃ আব্দুল হাকিম, সাং-ছোট বেলাইল, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে ৮৭ টি ১,০০০/- টাকা মূল্যমানের জালনোটসহ ০৬/০২/২০২৩ তারিখ ১৯০৫ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদেরকে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে প্রতারনা করে আসছে বলে স্বীকার করে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।