নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য ব্রিটিশ নাগরকিদের দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার। তালেবান ও আফগানিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে সে দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস আফগানিস্তান ভ্রমণের ব্যাপারে পরামর্শ দিতে ওয়েবসাইট আপডেট করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানে সঙ্কট বাড়ছে। আফগানিস্তানে থেকে থাকলে বিলম্ব না করে দ্রুত চলে আসুন। কারণ সেখানে নিরাপত্তা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরও সতর্ক করে দিয়ে আফগানিস্তানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: বিবিসি।