বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া, একই সময়ে সুস্থ হয়েছেন ১৪০ জন। ডা. সাজ্জাদ জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৯০শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৮জন। মারা গেছেন ৬১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২০২ জন।