মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলা লোহাগড়া উপজেলা রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) কমিটির সভাপতি মোঃ এনামুল হক আজ বিকাল ৫টার সময় আরজেএফ ভয়েস ম্যাগাজিন হাতে তুলে দিলেন নড়াইল জেলা আরজেএফ সভাপতি।

আরজেএফ ভয়েস ম্যাগাজিন বইটি আজ ১৬অক্টোবর রোজ শনিবার বিকাল ৫টার সময় নড়াইল জেলা আরজেএফ অফিস থেকে লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির সভাপতি মোঃ এনামুল হক কে আরজেএফ ভয়েস ম্যাগাজিন বইটি তুলে দিলেন,নড়াইল আরজেএফ জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আরজেএফ কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সোহানা পারভিন জনি(দৈনিক কলম কথা’ নড়াইল জেলা প্রতিনিধি,আরজেএফ ভয়েস ক্রাইম রিপোর্টার) এবং লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির সাঃসম্পাদক মোঃ ইমরুল হাসান,(বাংলাদেশ সংবাদ প্রতিদিন,দৈনিক অপরাধ কন্ঠ)।