এই প্রজন্মের দর্শকপ্রিয় তারকা মডেল অভিনেত্রী শাকিলা পারভীন ক্যারিয়ারের শুরুতে ‘তোর মন পাড়ায়’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে কাজ করেই তিনি আলোচনায় জায়গা করে নেন।
জিসান খান শুভর লেখা ও সুরে অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানটিই শাকিলার ক্যারিয়ারের শুভসূচনা। এখনো তাকে এ গানের প্রাসঙ্গিকতা দিয়েই সবার মাঝে খুব সহজেই পরিচিত হতে হয়। গানটি প্রকাশ পায় ২০১৮ সালের জুলাই মাসে।
এখন পর্যন্ত গানটি ইউটিউবে ১১ কোটি ৫৭৬ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। অবশ্য এর মধ্যে শাকিলা নতুন আরও কিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। কিন্তু কোনটাই এ গানের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি। এ প্রসঙ্গে শাকিলা বলেন, তোর মন পাড়ায় গানটি আমার ক্যারিয়ারের জন্য ছিল আশীর্বাদ।
এ গানটিই মূলত শ্রোতা দর্শকের মধ্যে আমাকে আলোচনায় নিয়ে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।