সার্জিও আগুয়েরো গত মে মাসে বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মতি দেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবের হয়ে যান। মৌসুমের শুরুতে অভিষেক হয়নি তার, চোটের কারণে বার্সার জার্সি পরে মাঠে নেমেছেন তিন মাস পর। আচমকা আবারো ছিটকে যেতে হলো তাকে, হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে তার। গত রোববার আলাভেসের বিপক্ষে ৪০ মিনিট খেলেই বুকে ব্যথার কথা বলেন আগুয়েরো।
মাঠেই মিনিটখানেক চিকিৎসা নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর হৃদরোগ ধরা পড়েছে। বার্সা এক বিবৃতি দিয়ে জানায়, আগুয়েরোকে সুস্থ করে তুলতে তাদের মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।
সঠিক চিকিৎসা প্রক্রিয়া চলমান থাকবে আগামী তিন মাস। সোশ্যাল মিডিয়ায় আগুয়েরো পোস্ট দিয়ে জানান, তিনি ভালো আছেন এবং উজ্জীবিত থেকে চিকিৎসা নিবেন।
আগুয়েরো এই পর্যন্ত বার্সার জার্সিতে চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলেন। গত ২৪ অক্টোবর আর্জেন্টাইন ফরোয়ার্ড এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোল করেন। কিন্তু বার্সা ম্যাচটি হেরে যায় ২-১ গোলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।