যশোর প্রতিনিধি: পুলিশ প্রশাসন কর্তৃক যশোরের ৯ থানায় একযোগে দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার ২৬ জানুয়ারি,  এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেন, স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে এই জিডি করা হয়েছে। যা স্বাধীন গনমাধ্যমের পরিপন্থী।
এদিকে দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এছাড়া দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার। নেতৃবৃন্দ অবিলম্বে এই জিডি প্রত্যাহারের দাবি জানান।