![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/4fd5c362-dfc4-41b9-98ee-c48026a791c8_wl.jpg)
২০২১ সালে সর্বোচ্চ ধর্ষণের শিকার কন্যাশিশু
২০২১ সালে সর্বোচ্চ ধর্ষণের শিকার কন্যাশিশু
বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সত্ত্বেও ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। ২০২১ সালে মোট ১ হাজার ১১৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ২০২০ সালে ধর্ষণের মোট সংখ্যা ছিল ৬২৬ জন এবং ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কন্যাশিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৪.৪৩ ভাগ বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
রোববার (২৭ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মোট ১১৬ জন কন্যাশিশু যৌন হয়রানি নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। ২০২০ সালেরর তথ্য মোতাবেক, যৌন হয়রানির শিকার হয়েছিল ১০৪ জন।
পরিসংখ্যান বলছে, বছরের তুলনায় এ যৌন হয়রানি বৃদ্ধির হার প্রায় ১২ শতাংশ। নির্যাতনগুলোর অধিকাংশই সংঘটিত হয়েছে রাস্তায়, নিজের বাসায়, নিকটতম আত্মীয় পরিজন ও গৃহকর্তার দ্বারা। যৌন নির্যাতনে অপেক্ষাকৃত নতুন ধরন পর্নোগ্রাফি। ২০২১ পর্নোগ্রাফির শিকার হয়েছে ৫২ কন্যাশিশু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।