এবার জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ-১৪২৯ পালন করতে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে দিনব্যাপী (১৪ এপ্রিল) থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন।
মঙ্গল শোভাযাত্রাসহ আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘প্রকৃতি’। পাশাপাশি থাকবে পাখি, ফুল ও বিভিন্ন প্রতিকৃতিক বস্তু।
গত ৪ এপ্রিল (সোমবার) নববর্ষের আয়োজন সম্পর্কিত এক সভা শেষে জবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে জবি ভিসি অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমাদের এবারের মঙ্গল শোভাযাত্রায় মূল থিম হবে ‘প্রকৃতি’। এর পাশাপাশি থাকবে পাখি, ফুল ও বিভিন্ন প্রতিকৃতিক বস্তু। রমজান মাস হওয়াতে আমরা বিকেল ৩টার মধ্যেই অনুষ্ঠান শেষ করবো।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় থেকে ঘুরে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হবে। শোভাযাত্রা শেষে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঝে যোহর নামাজের বিরতি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সরেজমিনে ঘুরে দেখা যায় চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বৈশাখ উদযাপনের লক্ষ্যে সাজসজ্জার কাজে কর্মব্যস্ত দিন পার করছেন। চারুকলা বিভাগের এক শিক্ষার্থী জানান গত দুই বছর করোনার কারনে বিশ্ববিদ্যালয়ের বাঙালির প্রানের এ উৎসব উদযাপন সম্ভব হয়নি প্রায় দু বছর পর বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হবে এ নিয়ে সকল শিক্ষার্থীদের মাঝেই এক উচ্ছ্বাস কাজ করছে আমরা জানি যে পয়লা বৈশাখ বাঙালিদের কাছে এক প্রানের উৎসব।
পয়লা বৈশাখ নিয়ে মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রাকিব বলেন,পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি সংস্কৃতিকে ঢেলে সাজানোর এক সূচনা, পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিকে মননে ধারন করার জন্য আমাদের কাছে আলোকবর্তিকার ন্যায় আবর্তিত হয়।
বিগত দুই বছর আমরা পয়লা বৈশাখ উদযাপনে করোনার জন্য যদিও ঘর থেকে বের হতে পারিনি তারপরও এর প্রতি টান বিন্দু মাত্র কমেনি। তিনি আরো বলেন কথায় আছে আগে ঘর পরে পর তার মানে প্রথমে আমাদের সংস্কৃতিকে বুকে ধারণ করতে হবে পরে ভিন্ন সংস্কৃতিকে অনুসরণ করা যেতে পারে খেয়াল রাখতে হবে সবার আগে আমরা বাঙালি বাঙালি সংস্কৃতি বুকে ধারন করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।