
আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠিত।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধ-
আইপি টিভি ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আজ ১৩ ডিসেম্বর বেলা ১২ টায় আরএনএ টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আর এন এন টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ফুর্তি টিভি র ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান সাধারণ সম্পাদক ইমরুল কায়সার নিপুন, যুগ্ন সাধারন সম্পাদক ও রুপসী বাংলা টিভির এমডি মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক, ইজাব টিভির চেয়ারম্যান এমন মিজানুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপ্ন টিভির চেয়ারম্যান্যান ও সিইও তারিখ তাবিত।
সভায় ৩০ শে ডিসেম্বর ২০২০ তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন সিদ্ধান্ত গৃহীত হয় এ ছাড়াও ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপনের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানমালা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়ে।
সংগঠনের পক্ষ হতে দরিদ্রদের মাঝে মাক্স বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবাইকে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ও তথ্য প্রযুক্তির বিকাশেএসোসিয়েশন ও নিজ নিজ প্রতিষ্ঠানের নিবন্ধন কার্য সম্পন্ন করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।