- পরিবেশ অধিদপ্তরের অভিযানে
নড়াইলে গুড়িয়ে দিয়েছে একাধিক অবৈধ ইটের ভাটা।
মো: অাজিজুর বিশ্বাস,ষ্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের সুরমা ব্রিকস, রামকান্তপুর গ্রামের এম.কে.এইচ.কে ব্রিকস, কালনা গ্রামের মধুমতি ব্রিকস ও বসুপটি গ্রামের চিত্রা ব্রিকস নামের চারটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের স্পেশাল টিম।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালতের স্পেশাল টিম ২৩ ডিসেম্বর এ অভিযান পরিচালনা করেন।
এ সময় স্পেশাল টিমের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইদ আনোয়ার ও সহকারী পরিচালক হারুন অর রশিদ।
উপ-পরিচালক সাইদ আনোয়ার গনমাধ্যমকর্মীদের জানান, বায়ু দূষন রোধে সমগ্র বাংলাদেশের ন্যায় নড়াইলেও অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
এ সময় তিনি আরও জানান পরিবেশের ক্ষতি করে এরকম অবৈধ ইটভাটা, স্কুল, কলেজ, হাসপাতাল সংলগ্ন ও জনবহুল এলাকায় যত অবৈধ ইটভাটা আছে সব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুসারে উচ্ছেদ করা হচ্ছে। সবুজ বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।
মো: অাজিজুর বিশ্বাস,ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।