- খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক জিয়াউর রহমান দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।