- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌর মেয়রের অকাল মৃত্যু
মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৬০) মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
জাহাঙ্গীর বিশ্বাস স্ত্রী, তিন ছেলেসহ অনেক অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাহাঙ্গীর বিশ্বাস গত ১৮ নভেম্বর বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। রক্তে প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার্থে তাকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মারা যান। হাসপাতাল থেকে তার চাচাতো বোন শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়রের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নড়াইল ও লোহাগড়া কালিয়ার সর্বস্তরের জনগণ।
মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।