• শীতার্তদের পাশে নিউ লাইফ ফাউন্ডেশন।

 

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

‘হারবে শীত জিতবে মানবতা ‘ এ শ্লোগানে নিউ লাইফ ফাউন্ডেশন শীতার্তদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। এরি ধারাবাহিকতায় নিউ লাইফ ফাউন্ডেশন তাদের প্রথম শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম হিসেবে ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের টাইগার পাসে মামা- ভাগিনা

লাইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হেফজখানায় ছাত্রদের দিয়ে শুরু করে।ওখানে ছাত্রদের মাঝে কম্বল, ভ্যাসলিন ও মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুল হোসাইন নবীন, প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ ফয়সাল, প্রতিষ্ঠাতা নাজমা খানম হ্যাপি,কো-অর্ডিনেটর আজমিল হোসাইন রাজ ও আরো অনেকে।সকাল থেকে রাত পর্যন্ত নিউ লাইফ ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন কার্যক্রম চলতে থাকে। নিউ লাইফ ফাউন্ডেশনের লক্ষ্য ১০০০ শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র পৌঁছে দেওয়া।