- চট্টগ্রামে হাতুড়ে ডাক্তারের হাত থেকে মুক্তি পেতে চায় জনসাধারণ
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ভুয়া চিকিৎসক’ মোহাম্মদ হুমায়ুন কবিরের প্রেসক্রিপশনের ওষুধ না খাওয়ার কথা জানিয়েছেন বাংলা বাজারের ঔষুধ ব্যবসায়ীরা। তারা জানান, হুমায়ুন কবির যে ভুয়া ডাক্তার, তা আগে তাদের জানা ছিল না। হুমায়ুন কবিরের ব্যাপারে এখন তারা খুবই সতর্ক। তার কোন ডাক্তারী সাটিফিকেট নেই। এদিকে একজন রোগীর অভিভাবক জানান,
হুমায়ুন কবির এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন। তার প্রতারণা সীমা ছাড়িয়ে গেছে। তার কোনো ডাক্তারি সার্টিফিকেট নেই। তাকে এখানেই থামাতে হবে, না হলে ডাক্তার সমাজের বদনাম হবে। কোনো আসল সনদপত্র না থাকার পরও হুমায়ুন কবির বছরের পর বছর ধরে দিব্যি চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পেশা। সরকারিভাবে তার নেই কোনো মেডিকেল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা। দত্ত চিকিৎসালয় খুলে নিয়মিত ভুয়া চিকিৎসা করে কামাচ্ছেন কাঁড়িকাঁড়ি টাকা। অপরদিকে জানা গেছে, ভুয়া ডাক্তার মোঃ হুমায়ুন কবির চট্টগ্রামের ২নং ওয়ার্ড বাংলা বাজার ডেবারপাড় এলাকায় দত্ত চিকিৎসালয় তার নিজ দোকানে নিয়মিত চেম্বার করেন। তার বাবার নাম মৃত গাউস উদ্দিন, তিনি বর্তমানে থাকেন বাংলা বাজার ডেবারপাড় এলাকায় থাকেন। এদিকে যে কোনো সময় ভুয়া ডাক্তার হুমায়ুন কবির ধরা পড়তে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এমনটি জানিয়েছেন চট্টগ্রাম বাংলা বাজারের বেশ কয়েকজন রোগীর অভিভাবকরা। তারা বলেন, হুমায়ুনের ভুল চিকিৎসার কারণে অনেকে সমস্যায় পড়েছে। তার এই ভুল চিকিৎসার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।