ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১০০ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন তিনি।

গত ১০ অক্টোবর ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৫তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

সভায় ১০০ জন পুলিশ সদস্যদের অনুকূলে ২৮ লাখ ৯৭ হাজার ৫৯০ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।