ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) খন্দকার মো. ইব্রাহীমকে লজিস্টিকস বিভাগ, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মুন্সি মো. আছাদুল্লাহকে প্রসিকিউশন বিভাগ, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (লাইনওআর) সরদার বুলবুল আহমেদকে ট্রাফিক-

লালবাগ বিভাগ, সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. আব্দুর রহিমকে সিকিউরিটি বিভাগ ও সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. মুকুল।